এর আগের আর্টিকেলে আমি এক্সপ্লেইন করেছিলাম ডি এন এস ( DNS ) কিভাবে কাজ করে। অনেকেই আর্টিকেল টা পড়েছেন এবং জানার ইচ্ছে প্রকাশ করেছেন কিভাবে ডি এন এস ক্যাশ ( DNS Cache ) কাজ করে । তবে ডি এন এস ক্যাশ আসলে খুব বিশাল কিছু নয়, তাই ভাবলাম লিখতে লিখতে হাতের ১২ টা যখন বাজাবো, তখন আর কিছু জিনিস নিয়ে আলোচনা করি।
অনেকক্ষণ ধরে খুঁজে ডি এন এস ক্যাশের ওপর ভালো কোন ছবি পেলাম না যে আর্টিকেল এ দেবো, শেষ পর্যন্ত নিজের চাঁদ মুখের ছবি লাগায়ে রাখলাম।