আমি স্বভাব গত ভাবেই একটু বাউন্ডুলে।সারা দিন ঘুরে বেরানো,আড্ডা দেয়া,সিগারেট খাওয়া আর কম্পিউটার এর সামনে বসে দিন কেটে যায় আমার। মজার ব্যাপার হলো বন্ধুদের সাথে আড্ডা হয় কম্পিউটার, নেট স্পিড,ডাউনলোড এসব নিয়ে।মানবীয় কোন আলোচনা হয় না আমাদের মধ্যে।কিন্তু হটাৎ করেই কেমন যেন মানবীয় হয়ে যাই আমি,কারন ও।আচ্ছা,ও টা কে সেটা পরে বলছি।
ওর সাথে প্রথম দেখা হয় বৈশাখী উযযাপন অনুষ্টান এ। রমনা তে গেছি দল বল নিয়ে,মানে বন্ধু গ্রুপ নিয়ে।অনুষ্টান দেখা বাদ দিয়ে ফোনের সফটওয়্যার নিয়ে কথা বলতে ব্যাস্ত।আমরা অবশ্য আতেল গ্রুপ। মেয়েদের টিজ করা কিংবা মেয়েদের পেছনে দৌড়ে বেড়ানো এ সব আমাদের দিয়ে হবেনা। তারপর ও আমাদের গ্রুপের একজন প্রেম করছে,আর আমরা সেটা নিয়ে গবেষনা করছি। যাই হোক,কথায় কথায় হটাৎ মাহিন বলল “দোস্ত,তোর ফোনে এইটা কার ছবি রে?” আমি বললাম “কই”।,আমার ফোন ওর হাতে ছিলো।ও একটা ছবি দেখালো।আমি অবাক হলাম।কে এই মেয়ে,চিনি না জানিনা।