২০১৩ সাল চলছে, চারিদিকে বাংলার জয় জয়কার। ১ হাজার ফ্রেন্ডের ওপর একটা জরিপ চালিয়েছিলাম ফেসবুকে, দেখা গেলো শতকরা ৫৬ জন এখন বাংলায় ষ্ট্যাটাস দিচ্ছেন। সকল বাংলাদেশী ইউজার এর ভিত্তিতে হয়তো সংখ্যাটা একটু কম হতে পারে। তো মূল ছবিটা হলো, বাংলা লেখার পরিমান ক্রমাগত বাড়ছে। তবে আমাদের সাথে এখনো পুরনো একটা সমস্যা রয়ে গেছে। বাংলা ফন্ট দেখার সমস্যাটা !
বাংলা নিয়ে যতোকিছু – ফন্ট সমস্যা
