স্মার্টফোনের যাত্রা শুরুর পর থেকে মানুষ সময়ে অসময়ে নানা ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে। অসাধারণ কিছু অ্যাপ এর সাথে সাথে অবাক করা ষ্টুপিড কিছু আপও আছে। এর মধ্যে খুব নামকরা হল “I am rich” আপটা। ১ সেন্ট কম ১০০০ ডলার দামের এই অ্যাপে শুধু চারটা চারটা লাইন টেক্সট আছে, যার মানে দাঁড়ায়, আমি ধনী এবং আমি এইটা ডিসার্ভ করি। তবে আরও বেশ কিছু উইয়ার্ড অ্যাপ আছে। যেমন,
দুনিয়ার সবচেয়ে ইউজলেস, স্টুপিড , আজাইরা স্মার্টফোন অ্যাপ(স)
