নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমানবিক বোমা কি, সেটা সম্পর্কে খুব বেশী না জানলেও এই মাল যে এক ব্যাপক বিপদজনক বোমা, এইটা হিরোশিমা/নাগাসাকির পরে আমরা সবাই কমবেশী জানি। মামু এমনি শক্তিশালী, ফাটার সময় আশে পাশে যারা থাকবে, তাগো তো কপাল খারাপ হবেই, প্লাস বংশধর যারা আসতেছে/আসবে, তাদেরও কপাল খারাপ বোনাস হিসাবে। মানূষ মারার উদ্দেশ্যে ইতিহাসে পারমানবিক বোমা মাত্র দুইবারই ফাটানো হইছিলো, তাতেই আম্রিকা মামুর ডরে সব ভচকায়া গেছে, কেউ কিছু কইতে সাহস পায় না। জাপান অবশ্য এখন কইষ্যা রোবট বানাইতেছে, উদ্দেশ্য আম্রিকারে রোবট দিয়া চাপা দিবো [ মনে হয় ]। যাউক গা, আপনি হয়তো জানেনও না, এর পরেও কয়েকবার এমন পরিস্থিতি এসেছিলো, যেখানে সব মিলিয়ে প্রায় ৫৬ কোটি মানূষের মৃত্যু হইতে পারতো [ এবং সেটা শুধু আম্রিকা আংকেল এর একার জন্য ]।
ইতিহাসের চাপা সত্য – নিউক্লিয়ার ওয়্যারহেড – পারমানবিক বোমা দূর্ঘটনা
