গত কয়েকদিন ধরে ফেসবুকে দুই পক্ষের যুদ্ধ লেগে রয়েছে। এপিজে আব্দুল কালাম লোকটা ভালো না খারাপ? উনি মানবজাতির উপকার করেছেন নাকি অপকার করেছেন? নানাজনে নানা মত, কেউ বলেছেন উনি মুসলিম না হলে এতো সম্মান পেতেন না। কেউ বলেছেন উনি আসলে বাংলাদেশের পানি মেরে দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মরুভূমি বানানোর কারিগর ছিলেন। কেউ আবার বলছেন বেটা পারমানবিক বোমা বানিয়েছে, এই বোমা দিয়ে ভারত সব উড়ায়ে দিবে। কষ্টটা লাগে যখন একজন ব্যাক্তি তার প্রাপ্য সম্মানটা পান না। ভাবলাম একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালাই, যদি কিছু মানুষের ভুল ভাঙ্গাতে পারি।
এ পি জে আব্দুল কালাম এবং পারমানবিক বোমা
