Uncategorized
পাটুল ভ্রমন – আবারো

ভ্যাট গদ্য – উত্থান পতন কাহিনী

আমি আশা করছি সবাই এরই মধ্যে ভ্যাট এর যাবতীয় গল্প কিচ্ছা পড়ে ফেলেছেন। গতকাল ( ১০ই সেপ্টেম্বর, ২০১৫ ) তে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এর রিলিজ থেকে জানা গেলো ভ্যাট দিতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে। এই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না, কিংবা তাদের টিউশন ফি বাড়ানো যাবে না। কিন্তু আজ বিকেল অর্থ মন্ত্রী জানান, এই বছর ভ্যাট মুক্ত থাকলেও, সামনের বছর থেকে এই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে।
আমি গত কয়েকদিন ধরেই ভ্যাট বিরোধী এই আন্দোলন খুব কাছ থেকে পর্যবেক্ষন করছিলাম। ভ্যাট নিয়ে যে যা কিছু লিখেছি, সব পড়েছি। এবং সেখান থেকে একটা ছবি তৈরির চেষ্টা করলাম আসলে হচ্ছে টা কি ভ্যাট নিয়ে?

এখানে কয়েকটা বিষয় নিয়ে ধাপে ধাপে আলোচনা করার দরকার আছে।
- ভ্যাট কেন আরোপ হচ্ছে?
- প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের জন্য এর প্রভাব কেমন হবে?
- অর্থমন্ত্রী এই বিষয়ে কোথায় অবস্থান করছেন?
- পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর অবস্থান কোথায়?
- এই আন্দোলনের রাজনৈতিক প্রভাব কি?
- এই আন্দোলনের রাজনৈতিক ফায়দা আছে কিনা?
- আন্দোলনের ভবিষ্যৎ কোথায়?
দুনিয়ার সবচেয়ে ইউজলেস, স্টুপিড , আজাইরা স্মার্টফোন অ্যাপ(স)

স্মার্টফোনের যাত্রা শুরুর পর থেকে মানুষ সময়ে অসময়ে নানা ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে। অসাধারণ কিছু অ্যাপ এর সাথে সাথে অবাক করা ষ্টুপিড কিছু আপও আছে। এর মধ্যে খুব নামকরা হল “I am rich” আপটা। ১ সেন্ট কম ১০০০ ডলার দামের এই অ্যাপে শুধু চারটা চারটা লাইন টেক্সট আছে, যার মানে দাঁড়ায়, আমি ধনী এবং আমি এইটা ডিসার্ভ করি। তবে আরও বেশ কিছু উইয়ার্ড অ্যাপ আছে। যেমন,