Youtube Responsive Video এমবেড শর্টকোড
বহুবার দেখেছি, শুধুমাত্র কালেভদ্রে দুই একটা ভিডিও এমবেড করার জন্য অনেকে আস্ত একটা প্লাগিন ব্যবহার করে। যার আসলেই কোন দরকার নেই। যদি আপনার নিজের বানানো থিম হয়, তাহলে তো কোথাই নেই, নাহলেও সমস্যা নেই, নিচের কোডটা কপি পেস্ট করে বসিয়ে দিন functions.php
তে। ব্যাস, কাজ শেষ।
ব্যবহার বিধিটা খুবই সহজ। উপরের কোড স্নিপেটেই লেখা আছে। বেহুদা এই ব্লগ পোষ্টটা লিখলাম যাতে কাজের সময় খুঁজে পাওয়া যায়, নিজের সাইট তো আর হারিয়ে যাবে না !
ব্যবহারবিধী
খুব জটিল কিছু নয়, এই কোডটা ফাংশন ফাইলে কপি পেষ্ট করার পরে আপনি পোষ্টে শর্টকোড ব্যবহার করতে পারবেন। শর্টকোড এর চেহারা অনেকটা এমন,
[youtube-vid id="VIDEO ID" res="VIDEO RESOLUTION"
]
এখন ভিডিও আইডি কই পাবেন? মনে করেন, আপনি পায়ের ওপর পা তুলে দিয়ে http://www.youtube.com/watch?v=a8ZeqZrLxpw এই ভিডিওটা দেখছেন। এখানে a8ZeqZrLxpw ই হলো আপনার ভিডিও আইডি। এখন অবস্থা দাঁড়ালো,
[youtube-vid id="a8ZeqZrLxpw" res="VIDEO RESOLUTION"
]
বাকি থাকলো রেজুলেশন। এখানে আমি চারটা রেজুলেশন এবং একটা ফলব্যাক রেখেছি। 240p, 360p, 480p, 720p এবং ফলব্যাক হিসাবে আছে 240p । যদি আপনি ওপরের চারটার কোনটা ব্যবহার না করেন, কিংবা কোন ভুল করেন বা খালি রাখেন, তাহলে 240p দেখা যাবে। এবার অবস্থা দাঁড়ালো,
[youtube-vid id="a8ZeqZrLxpw" res="360"
]
পুনঃশ্চ, রেজুলেশোন উল্লেখের সময় সঙ্গে আবার p
দেবেন না ।
ব্যাস, চট জলদি ইউটিউব ভিডিও এমবেড এর ঝামেলা শেষ !
এবার একটু ফান টাইম, প্লাস টেষ্ট, [youtube-vid id=”a8ZeqZrLxpw” res=”360″]